ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাবার লাশ দাফন করে এসএসসি পরীক্ষায় অংশ নিল রুহান   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
বাবার লাশ দাফন করে এসএসসি পরীক্ষায় অংশ নিল রুহান
  

হবিগঞ্জ: দেশজুড়ে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সব শিক্ষার্থী যখন বাবা-মায়ের দোয়া নিয়ে প্রতিদিন পরীক্ষা কেন্দ্রে যায়; তখন বাবার লাশ দাফন করে চোখে জল নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিল রুহান।


 
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের পরীক্ষা কেন্দ্রে।  

নবীগঞ্জের দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র রুহান এদিন গণিত বিষয়ের পরীক্ষা দিয়েছে। সে মৌলভীবাজার সদর উপজেলার অথানগিরী গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রুহানের বাবা আব্দুল ওয়াহিদ মারা যান। বৃহস্পতিবার সকাল ১১টায় তার বাবার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও দাফন শেষে কেঁদে কেঁদে পরীক্ষা কেন্দ্রে যায় ছেলেটি।
 
এ প্রসঙ্গে রুহান বলে, হঠাৎ আমার বাবা মারা গেছেন। পরীক্ষা শুরুর সময় ওনাকে দাফন করেছি। এ সময় আমি ও আমার পরিবার শোকে স্তব্ধ। তবে পরীক্ষা শুরুর কিছু সময় পরে গিয়ে আমি অংশ নিয়েছি। আমার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।