ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কদমতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
কদমতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কদমতলী মোহাম্মদবাগ এলাকায় পুকুরের পানিতে ডুবে আদিল (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আদিলের বড় ভাই মো. শাকিল জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। বর্তমানে কদমতলী পশ্চিম মোহাম্মদবাগ এলাকায় থাকেন। আদিল স্থানীয় মাজেদা মডেল স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়তো।  

তিনি আরও জানান, দুপুরে স্কুল থেকে এসে ব্যাগ রেখে আবার বের হয়ে আর বাসায় ফেরেনি আদিল। অনেক জায়গায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ৮টার দিকে লোক মারফত জানতে পারি সে বিকেলে মোহাম্মদবাগ পাকার মাথায় একটি পুকুরে গোসল করতে ছিল। পরে রাতে সেখানে গিয়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় পাই।  

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।