ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাস জমি ব্যক্তির নামে অধিগ্রহণের মাধ্যমে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
খাস জমি ব্যক্তির নামে অধিগ্রহণের মাধ্যমে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ 

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার বাড়েরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য সরকারি খাস খতিয়ানভুক্ত জমি ব্যক্তি মালিকানার কাগজপত্র দেখিয়ে অধিগ্রহণ করার অভিযোগ উঠেছে। সম্প্রতি ঘটনাটি ফাঁস হওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট মহলে।

 

সূত্র জানায়, গত ১১ সেপ্টেম্বর এ ঘটনায় বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।

এর আগে সদর উপজেলার মধ্য বাড়েরা এলাকার শহীদ নামে এক ব্যক্তি বিভাগীয় কমিশনার বরাবর এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার বড়েরা মৌজায় ফায়ার সার্ভিসের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্পে এলএ কেইস ০৭/২০১৯-২০ নম্বরে বাড়েরা মৌজায় ৬১৯৭ দাগে ৩৯ শতাংশ সরকারি খাস খতিয়ানভুক্ত জমি অধিগ্রহণ করা হয়। এ জমির প্রকৃত তথ্য গোপন করে খাস খতিয়ানভুক্ত জমি অধিগ্রহণ করে সরকারের টাকা তসরুফ করার অভিযোগ ওঠে।

সূত্র মতে, অধিগ্রহণকৃত এ দাগের জমিটি আরওআর রেকর্ডে জেলা প্রশাসকের নামে খাস হলেও সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা বিআরএস রেকর্ডমূলে অধিগ্রহণের কয়েক কোটি টাকার চেক দেন।  

খাস জমি অধিগ্রহণ বিষয়ে জানতে চাইলে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, এখানে আমার কোনো ভুল নেই। জমিটি বিআরএস মালিকদের নামে বন্দোবস্তো আছে। তাই তাদের চেক দেওয়া হয়েছে।

তবে বিআরএস রেকর্ডে ভূমির মালিক চেক গ্রহীতাদের মধ্যে মো. আনোয়ার হোসেন সরকার বলেন, এ জমি বন্দোবস্তো নেওয়ার প্রশ্নই আসে না। সিএস মূলে এ জমিটি ১৯৪০ সালের দিকে আমার দাদা কিনেছিলেন। পরে ভুলে তা জেলা প্রশাসকের নামে আরওআর হয়। আমাদের সব কাগজপত্র ঠিক আছে।

এ বিষয়ে জানতে চাইলে বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস বিষয়টি নিয়ে সিনিয়র সহকারী কমিশনার মো. খবিরুল আহসানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

পরে সিনিয়র সহকারী কমিশনার মো. খবিরুল আহসান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো ওই চিঠির কোনো জবাব আমার দফতরে আসেনি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।