ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাঙ্গাবালীতে তলা ফেটে ট্রলারডুবি, ৪ মাঝিমাল্লা উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
রাঙ্গাবালীতে তলা ফেটে ট্রলারডুবি, ৪ মাঝিমাল্লা উদ্ধার 

পটুয়াখালী: বৈরী আবহাওয়ার কারণে উত্তাল থাকা বঙ্গোপসাগরে ৪ মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তুফানিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

পরে মাঝিমাল্লাসহ ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে জেলেরা।  

উদ্ধার হওয়া জেলেরা হলেন- জাফর ব্যাপারী (৫০), স্বপন ব্যাপারী (২৫), বাদল (২৩) ও পারভেজ (১৮)। তাদের বাড়ি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে।  

স্থানীয় জেলেরা জানান, আজ সকালে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল উপজেলার কোড়ালিয়া গ্রামের জাফর ব্যাপারীর মালিকানাধীন ট্রলার। মাছ শিকারে যাওয়ার পথে সকাল সাড়ে ৫টায় তুফানিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেটে ৪ মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি ডুবে যায়।

আধা ঘণ্টা পর অন্য একটি ট্রলারের সাহায্যে ডুবে যাওয়া ট্রলারের সব জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দেড় ঘণ্টা পর ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করতে সক্ষম হয় জেলেরা। বর্তমানে তারা তুফানিয়ার তীরে অবস্থান করছে বলে জানা যায়।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।