ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে দুর্বৃত্তদের হামলায় রোহিঙ্গা যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
টেকনাফে দুর্বৃত্তদের হামলায় রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের হামলায় মো. ইলিয়াস (৩৫) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জেনেছি, রোহিঙ্গা শিবির এলাকার সন্ত্রাসী সালমান গ্রুপের সদস্যরা নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা নাজির আহমদের ছেলে ইলিয়াসকে বাড়ি থেকে বের করে পিটিয়ে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

তিনি আরও বলেন, শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। ইলিয়াসকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান ওসি হাফিজুর।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।