ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মদিনা সনদে রাষ্ট্র ইসলামি নয়, সকল মানুষের ছিল: তাজুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
মদিনা সনদে রাষ্ট্র ইসলামি নয়, সকল মানুষের ছিল: তাজুল

ঢাকা: মদিনা সনদ বিশ্বের প্রথম সংবিধান। এতে নবী মোহাম্মদ (সা.) লিখেছেন, যেহেতু মদিনা রাষ্ট্রে সকল ধর্মের মানুষ বসবাস করে সেহেতু সকলের ধর্মীয় স্বাধীনতা না দিলে মদিনা রাষ্ট্র সফল হবে না।

সবাই স্ব স্ব ধর্ম পালন করবে। জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করান যাবে না। সেজন্য ইসলামি রাষ্ট্র না করে সব মানুষের রাষ্ট্র করেছিলেন তিনি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে ২৯তম বিসিএস ক্যাডারদের একাদশ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম। নানা প্রেক্ষাপট উল্লেখ করে মন্ত্রী মদিনা সনদ নিয়ে কথা বলেন।

সভায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বঙ্গবন্ধুর অবদানের ব্যাপারে উল্লেখ করেন তিনি। বলেন, বঙ্গবন্ধুর সময় প্রথম বাজেট ছিল ৭০২ কোটি। সে সময়ই তিনি প্রাথমিক শিক্ষকদের চাকরি সরকারিকরণ করে বেতন দিয়েছিলেন। পাকিস্তান আমলে ৮৯ ডলারের মাথাপিছু আয় ২৭৭ ডলার হয়েছিল বঙ্গবন্ধুর সময়ে।

বঙ্গবন্ধু হত্যার পরে অর্থনৈতিক অগ্রগতি থেমে গিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২১ বছরে মাথাপিছু আয় বেড়েছিল সামান্য। তারপর আওয়ামী লীগ ক্ষমতায় এসে ৬০০ থেকে ৭০০ ডলারের মাঝামাঝি আনে। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলো; তারপর দেশের অগ্রগতি থেমে গেল।

বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে সকল পরিকল্পনা হাতে নিয়েছে বলে এ সময় মন্ত্রী জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশকে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন তলাবিহীন ঝুড়ি। আর এখন সেই আমেরিকার রাষ্ট্রপতি কেনিয়ার গিয়ে বলেন বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা অনুসরণ করা উচিত।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মমতাজ বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এনবি/এনবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।