ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তাদের নিয়ে মিট আপ-২০২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
নেত্রকোনায় অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তাদের নিয়ে মিট আপ-২০২২

নেত্রকোনা: নেত্রকোনায় নারী উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ই কমার্স আয়োজিত মিট আপ ২০২২।

এ উপলক্ষে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সার্কিট হাউজ মিলনায়তনে উইমেন-অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (WE) কর্তৃক আয়োজিত জেলার উইমেন-অ্যান্ড ই-কমার্স এন্ট্রেপ্রেনিউরস মিট আপ।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মো আশরাফ আলী খান খসরু (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।  

এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. মনির হোসেন, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, উইমেন-অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের প্রেসিডেন্ট নাছিমা আক্তার নিশা,ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।