ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উজিরপুরে বিদ্যুতস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবা আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
উজিরপুরে বিদ্যুতস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবা আহত

বরিশাল: বরিশালের উজিরপুরে বড়শি দিয়ে মাছ শিকারে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার উত্তর নাথারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সবুজ রায় (২২) উজিরপুর উপজেলার জামির বাড়ি এলাকার বাসুদেব রায়ের ছেলে। আহত বাসুদেব রায় (৫৫) উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।  

উজিরপুর মডেল থানার এসআই শফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে তিনটার দিকে উত্তর নাথারকান্দি এলাকার বিলে বড়শি ফেলতে যায় বাবা-ছেলে। এ সময় বৃষ্টি শুরু হলে বিলের পাশে ঘেরে টিনের ঘরে আশ্রয় নিতে রওনা দেন তারা। কিন্তু নিখিল বড়ালের ক্ষেতে দেওয়া বিদ্যু সংযোগে স্পৃষ্ট হন বাবা-ছেলে। তাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ছেলের মৃত্যু হয়।  

এসআই জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইউপি সদস্য কৃষ্ণ কান্ত রায় বলেন, ক্ষেতে মাছ কিংবা কোনো ফসল নেই। তবুও কেন বিদ্যুত সংযোগ দিয়ে রেখেছে জানি না। ঘটনার পর পরই নিখিল বাড়ি থেকে পালিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এমএস/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।