ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে সীমানা বিরোধে ৩ জনকে কুপিয়ে জখম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
ময়মনসিংহে সীমানা বিরোধে ৩ জনকে কুপিয়ে জখম  আহতরা।

ময়মনসিংহ: ময়মনসিংহে জমির সীমানা বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের অস্ত্রধারীরা।  

এ ঘটনায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কোতোয়ালি মডেল থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছে আবুল বাসার নামে এক ব‍্যক্তি।

 

এর আগে দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সাহেব কাচারী মজমপুর গ্রামের পুরাতন ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  

আহতরা হলেন- নূরুল হুদা (৫৫), নূরুল আমিন (৪৯) ও দিলরূবা আক্তার (৪০)।

তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মামলার বাদী আবুল বাসার জানান, জমির সীমানা বিরোধের জেরে স্থানীয় বাবুল ও কালা মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে।  

ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।  
 
বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।