ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

কারাবন্দী ছেলেকে দেখতে আসা বাবার কাছে মিলল গাঁজা! 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
কারাবন্দী ছেলেকে দেখতে আসা বাবার কাছে মিলল গাঁজা! 

গাজীপুর: কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছেলের সঙ্গে সাক্ষাত করতে আসা বাবাকে কারা ফটকে গাঁজা ও কলকিসহ আটক করা হয়েছে।  

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কারাগারের মূল ফটক থেকে তাকে আটক করা হয়।

 

আটক মো. গোলাম আক্তার (৫৪), তিনি কুমিল্লার মুরাদনগর থানার পীরকাশিপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।  

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন মো. গোলাম আক্তারের ছেলে সাইফ। দুপুরের পর তিনি ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে ঢুকছিলেন। কারা ফটকে মো. গোলাম আক্তারের দেহ তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ৪ গ্রাম গাঁজা, ১০ গ্রাম টোবাকো তামাক মিক্সার, ১টি কলকি ও ১টি কেচি উদ্ধার করা হয়। পরে তাকে কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, চার গ্রাম গাঁজাসহ কারা ফটকে কারারক্ষীরা ওই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বুধবার (১৪ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ২১৫৫, সেপ্টেম্বর ১৩, ২০২২ 
আরএস/এসএ 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।