ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক  ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক  ৮

বাগেরহাট: বিষ দিয়ে সুন্দরবনে মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগ।  

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালের দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া ভেরীর খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে দুই বোতল কিটনাশক, তিনটি কাঠের নৌকা ও জাল জব্দ করা হয়।  

আটকরা হলেন- আবু বকর মল্লিক (৫৮), কেরামত আলী (৫৫), মাহফুজ মল্লিক (২৫), টুটুল (২২), জাকির শেখ (২২), আবু বকর ছিদ্দিক (২১), সোহেল হাওলাদার (২০) ও মো. আদম আলী (২০)। এদের সবার বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।  

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, পাস পারমিট নিয়ে সুন্দরবনের গহীনে গিয়ে গোপনে বিষ দিয়ে মাছ ধরা হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিষসহ ওই আট জেলেকে আটক করা হয়। বন আইনে মামলা দয়ের পূর্বক আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।