ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঘুমধুমে পুলিশের অভিযানে বার্মিজ সিগারেটসহ আটক দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
ঘুমধুমে পুলিশের অভিযানে বার্মিজ সিগারেটসহ আটক দুই আটক দুইজন

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অভিযান চালিয়ে এক হাজার বার্মিজ সিগারেটসহ দুই পাচারকারীকে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম ইউনিয়নের টিভি টাওয়ার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজাররের সদর উপজেলার খুরুশকুল ফকিরপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. ইউনুছ (৩৯) এবং উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা গ্রামের আবু জাফরের ছেলে মো.সেলিম ( ২৫)।

নাইক্ষ্যংছড়ির থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শাহাজান জানায়, নাইক্ষ্যংছড়ি ঘুমঘুম ইউনিয়নের টিভি টাওয়ার এলাকায় একটি অটোরিকশা তল্লাশিকরে এক হাজার বার্মিজ সিগারেটসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।