ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

মোটরসাইকেলের গতি নিয়ে প্রতিযোগিতা, নিহত ৩    

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
মোটরসাইকেলের গতি নিয়ে প্রতিযোগিতা, নিহত ৩    

কুষ্টিয়া: কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দুটি মোটরসাইকেল গতি নিয়ে প্রতিযোগিতা করার সময় লরিচাপায় তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যুবক।

 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়ার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের মোহিনী মিল এলাকার জুয়েল (২১) ও কুমাড়গাড়া এলাকার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২২) ও মনোহর শেখের ছেলে রাহুল (২২)। গুরুতর আহত শহরতলীর চেড়হাস এলাকার বিপ্লবকে (২০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি)  ইদ্রিস আলী বাংলানিউজকে বলেন, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা দুটি মোটরসাইকেলযোগে গতি নিয়ে প্রতিযোগিতায় দু’জন করে চারজন যুবক কুষ্টিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে বটতৈল আনসার ক্যাম্প এলাকায় মোটরসাইকেল দুটি একে অপরের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় লরিচাপায় চার আরোহীর মধ্যে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়ার পর একজনের ‍মৃত্যু হয়। আর গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বিপ্লব নামে এক যুবক।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা,সেপ্টেম্বর০৯, ২০২২
ইআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।