ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রানি এলিজাবেথের মৃত্যুতে ঢাকার ব্রিটিশ হাইকমিশনে পতাকা অর্ধনমিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
রানি এলিজাবেথের মৃত্যুতে ঢাকার ব্রিটিশ হাইকমিশনে পতাকা অর্ধনমিত

ঢাকা: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকার ব্রিটিশ হাইকমিশন দেশটির পতাকা অর্ধনমিত রেখেছে।  

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রানির সম্মানে পতাকা অর্ধনমিত রাখা হয়।

এদিকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় ব্রিটিশ হাইকমিশনার বলেন, মহামহিম রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অনুকরণীয় সেবায় নিবেদিত তার দীর্ঘ জীবনের অবসান হলো। তিনি শান্তিতে থাকুন।

উল্লেখ্য, স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মারা যান রানি এলিজাবেথ । স্কটল্যান্ড থেকে তার মরদেহ শুক্রবার লন্ডনে আনা হবে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২২
টি আর/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।