ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৭, সেপ্টেম্বর ৯, ২০২২
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নীরব (৩৪) ও অজ্ঞাতনামা এক নারী (৩৫) নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোর ৪টায় ও সকাল ৭টায় এই পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী ও শাহবাগের আব্দুল গনি রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান আলী জানান, ভোর ৪টার দিকে ভাঙা প্রেস ময়লার রাস্তায় অজ্ঞাতনামা কোন যানবাহন ধাক্কা দেয় নীরবকে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়।

তিনি জানান, নীরবের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। তিনি বর্তমানে কাজলা উত্তরপাড়ায় থাকতেন। তার বাবার নাম মফিজুল ইসলাম।

এদিকে, শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত জানান, সকাল ৭টার দিকে আব্দুল গনি রোডের ক্রসিংয়ে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় এক নারী গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন মারা যান ওই নারী। জানা গেছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিল। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।