ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বজ্রপাতে মৃতদের দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
বজ্রপাতে মৃতদের দেখে
হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে মৃতদের মরদেহ দেখে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন হোসনে আরা খাতুন (৬২) নামে এক বৃদ্ধা।  

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার শিবপুর গ্রামের এ ঘটনা ঘটে।

মৃত হোসনে আরা খাতুন এনায়েতপুর মল্লিকপাড়া গ্রামের শোভা আলী মল্লিকের স্ত্রী।

উল্লাপাড়া পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে ধানের চারা তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান শিশুসহ নয়জন। তাদের মধ্যে পৌর এলাকার শিবপুর গ্রামের একই পরিবারের পাঁচজন রয়েছেন। এ পাঁচজনের মরদের শিবপুর গ্রামে তাদের বাড়িতে নিয়ে এলে বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ দেখতে ভিড় জমান। পাশের গ্রামের শোভা মল্লিকের স্ত্রী হোসনে আরা খাতুনও মরদেহ দেখতে যান। মরদেহগুলো দেখার পর সহ্য করতে না পেরে দ্রুত বাড়ি ফিরে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে স্বজনরা হোসনে আরাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘন্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।