ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে ২ ক্লিনিকে জরিমানা, ভুয়া ডাক্তা‌রের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
গোপালগঞ্জে ২ ক্লিনিকে জরিমানা, ভুয়া ডাক্তা‌রের জেল

গোপালগঞ্জ: গোপালগঞ্জে লাইসেন্স না থাকায় শিকদার অর্থিণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা করা হ‌য়ে‌ছে। এ সময় ভূয়া এক ডাক্তারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বি‌কে‌লে অভিযান পরিচালনা করে এ রায় দেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মামুন খান।

তিনি জানান, জেলা শহরের সদর হাসপাতাল এলাকায় অভিযান প‌রিচালনা করা হয়। এ সময় ওই এলাকার সেতু ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে মাহমুদুল আলম বাবুল নামে ভুয়া এক ডাক্তারকে আটক করা হয়। তার বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় দুই ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা সেপ্টেম্বর ৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।