ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

দুদকের ১৭ কর্মকর্তার পদোন্নতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
দুদকের ১৭ কর্মকর্তার পদোন্নতি

ঢাকা: তিনজনকে মহাপরিচালক, ছয়জনকে পরিচালক ও আটজনকে উপ-পরিচালকসহ মোট ১৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুদক সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, পরিচালক থেকে তিনজনকে মহাপরিচালক, উপ-পরিচালক থেকে ছয়জনকে পরিচালক ও সহকারী পরিচালক পদে থাকা আটজনকে উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পরিচালক থেকে যে তিনজন মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন তারা হলেন- মো. আক্তার হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন।

উপ-পরিচালক থেকে যে ছয়জন পরিচালক হয়েছেন তারা হলেন- এসএম সাহিদুর রহমান, মো. লুৎফর রহমান, মির্জা জাহিদুল আলম, মো. ফরিদ আহমেদ পাটোয়ারী, ঋত্বিক সাহা ও মো. মোশারফ হোসেইন মৃধা।

সহকারী পরিচালক পদ থেকে যে আটজন উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন তারা হলেন- মো. শহীদুল আলম সরকার, মো. একেএম বজলুর রশীদ, সৈয়দ আতাউল কবীর, মো. শহীদুল ইসলাম মোড়ল, মো. হাফিজুর রহমান, মো. আমিনুল ইসলাম, মো. ফজলুল বারী ও একেএম ফজলে হোসেন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।