ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

দুই শতক সম্পত্তি নিয়ে বিরোধে বাবাকে হত্যা মেয়ের!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
দুই শতক সম্পত্তি নিয়ে বিরোধে বাবাকে হত্যা মেয়ের!

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে দুই শতক জায়গা নিয়ে বিরোধের জেরে আবুল কাশেম (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ে জেসমিন আক্তারের (৩০) বিরুদ্ধে। বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতলী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জেসমিন কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনমাস আগে তার বিয়ে হয়েছে। বুধবার তার স্বামী পেয়ার আহমেদ ও তার মা বাজার করতে যায়। এসময় বৃদ্ধ বাবা আবুল কাশেম ও জেসমিন বাড়িতে ছিলেন। সন্ধ্যায় বাজার করে ফিরে তার মা ও স্বামী দেখেন খাটের উপর কাশেমের মরদেহ পড়ে আছে। পাশেই একটি রক্তাক্ত কুড়াল পড়ে ছিল। এসময় জেসমিন ঘরে ছিলেন না। তার মা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। জেসমিনও বাড়ির পাশ থেকে বেরিয়ে আসেন। ধারণা করা হচ্ছে জেসমিনই তার বাবাকে মেরেছে।

স্থানীয় ইউপি মেম্বার জিয়াউল হক জানান, জেসমিনরা তিন বোন, ভাই নেই। এক বোনের কাছে কাশেম দুই শতক জমি বিক্রি করেছেন। এরপর থেকেই ঝামেলা চলে আসছিল। আজ বিকেলে সেগুলো নিয়ে তর্কাতর্কি হয়েছে। শুনেছি তর্কাতর্কির এক পর্যায়ে জেসমিন কাঠুরিয়া স্বামী পেয়ার আহমেদের কুড়াল দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এতে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, জেসমিনকে দেখেই মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। তার প্রতিবেশীরা বলছেন এই হত্যাকাণ্ড সেই ঘটিয়েছে। তবে কেন বা আসলেই সে করেছে কিনা তা পরে জানাতে পারব। জেসমিন আমাদের হেফাজতে আছে।  

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।