ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় আটক ৩

বাগেরহাট: সুন্দরবনের কিটনাশক দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে বন বিভাগ।

বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া মান্দারগাছিয়া খাল থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুই বোতল কিটনাশক ও তাদের ব্যবহৃত ট্রলার জব্দ করেন বনরক্ষীরা। পরে বন আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ভাইজোড়া গ্রামের আলী আজিম খানের ছেলে শাহজালাল খান (২৮), মো. নুর হাকিম হাওলাদারের ছেলে নিরু হাওলাদার (৩৫) ও মিজান হাওলাদারে ছেলে আরিফ হাওলাদার (২০)।

শরনখোলা রেঞ্জের বগী ষ্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, মান্দারগাছিয়া খালে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।