ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জানালার গ্রিলের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহিরুল ইসলাম শান্ত (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

রোববার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার উত্তর বাজারে শাহীন মেটাল ওয়ার্কসপে এ দুর্ঘটনা ঘটে।

জহিরুল ইসলাম শান্ত জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।  

স্থানীয়রা জানান, শান্ত বসুরহাট পৌরসভার উত্তর বাজারে শাহীন ওয়ার্কসপ মেটালে শ্রমিক হিসেবে চাকরি করতেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে তিনি দোকানের অন্য কর্মচারী আরজুসহ গ্যারেন্ডার মেশিন দিয়ে জানালার গ্রিলের কাজ করছিলেন। এ সময় হঠাৎ তিনি বিদ্যুস্পৃষ্ট হন।

পরে দোকানের মেইন সুইচ অফ করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।