ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

জয়নুল পার্কের ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
জয়নুল পার্কের ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

ময়মনসিংহ: জননিরাপত্তা ও জনস্বাচ্ছন্দ্য নিশ্চিতে ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় মসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

 

এ সময় তিনি হিমু আড্ডার সামনে থেকে জয়নুল আবেদিন সংগ্রহশালা পর্যন্ত গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেন।

উচ্ছেদ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান বলেন, জয়নুল আবেদিন পার্ক ময়মনসিংহের ফুসফুস। প্রতিদিন অসংখ্য নাগরিক এখানে আসেন মানসিক প্রশান্তির খোঁজে। তাদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্য অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হলো।  

তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী সচিব মো. আমিনুল ইসলাম জাহাঙ্গীর ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।