ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধোলাইপাড়ে ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
ধোলাইপাড়ে ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড়ে ছুরিকাঘাতে নয়ন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ধোলাইপাড় বালুর মাঠে এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে তার দুই বন্ধু ও পরিবারের লোকজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মাগুরার মোহাম্মদপুর উপজেলার ঝামা গ্রামের কামরুল ইসলামের ছেলে নয়ন। বর্তমানে পরিবারের সঙ্গে ধোলাইপাড় মুন্সিবাড়ি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো। সে পোস্তগোলা এলাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

কামরুল ইসলাম বলেন, নয়ন পোস্তগোলা এলাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র। আজ স্কুলে যায়নি। নয়নের বন্ধুদের মাধ্যমে খবর পাই তাকে ছুরি মেরেছে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত নয়নের বন্ধু আসিফ জানান, ধোলাইপাড় পান্থ নিবাস বালুর মাঠে নয়নকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

তবে মৃত নয়নের বাবা ও বন্ধু আসিফ এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, ঘটানাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।