ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে মোবাইল চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
রাজধানীতে মোবাইল চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে নাকদারপাড় এলাকায় চোর সন্দেহে রাশেদ (১৮) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে ওয়ার্কশপ শ্রমিকরা।

রোববার (৪ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা যায় রাশেদ নামে ওই তরুণ ২ সেপ্টেম্বর নাকদারপার সাগরের ওয়ার্কশপের সামনে বসে কান্নাকাটি করছিল। ওই ওয়ার্কশপের লোকজনকে বলছিল আমাকে একটু কাজ দেন, আমি কাজ করব।

এরপর তারা সাগরকে ওই ওয়ার্কশপে কাজ দেয়। পরে আজ (৪ সেপ্টেম্বর) সকালে সবার অগোচরে ওয়ার্কশপে থাকা অন্যান্যদের মোবাইল চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে। এই কারণে ওয়ার্কশপের লোকজন তাকে মারধর করে। এতে সাগর অচেতন হয়ে পড়ে। পরে মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তবে নিহতের আসল নাম রাশেদ বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।