ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাকরির পরীক্ষা দিতে গিয়ে তিনদিন ধরে নিখোঁজ যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
চাকরির পরীক্ষা দিতে গিয়ে তিনদিন ধরে নিখোঁজ যুবক মাহমুদ আলম আরিফ।

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকার মাহমুদ আলম আরিফ (২৯) নামে  এক যুবক  গাজীপুরে বেসরকারি একটি কোম্পানিতে চাকরির পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন।  

নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনো তার খোঁজ পাওয়া যায়নি।

এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার পরিবারের সদস্যরা।  

নিখোঁজ আরিফের স্ত্রী জান্নাত মিশু বলেন, আমার স্বামী মাহমুদ আলম আরিফ গত বুধবার (৩১ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ময়মনসিংহের বাসা থেকে গাজীপুরে একটি লেদার কোম্পানিতে চাকরির পরীক্ষা দেওয়ার উদ্দেশে বের হন। বাসে যাত্রা পথেও তার সঙ্গে আমার কথা হয়েছে, ফেসবুকে সেলফিও দিয়েছে কিন্তু সকাল ৯টার পর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এখন পর্যন্ত তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।  

ঘটনার পরদিন বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।  

তিনি বলেন, ফোন ট্রাকিং-এ দেখা গেছে, আরিফের মোবাইল সংযোগটি সবশেষ ঢাকার উত্তরায় ছিল। ঘটনাটি ঢাকার তবুও আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।  

জানা যায়, মাহমুদ আলম আরিফ ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।