ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এই হাড্ডিসার মানুষটি কে?

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
এই হাড্ডিসার মানুষটি কে?

মাগুরা: মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ছোট খালিমপুর থেকে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কঙ্কালসার অজ্ঞাত এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।  তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ষাটোর্ধ্ব এই ব্যক্তিটিকে যে চাদর পরা অবস্থায় পাওয়া গেছে তা দেখে ধারণা হচ্ছে এটি কোনো সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রের। ধারণা করা হচ্ছে, মুমূর্ষু অবস্থায় এই ব্যক্তি কোন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ছিলেন। পরে স্বজন বা অন্য কেউ তাকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পাশে ছোট খালিমপর গ্রামে ফেলে রেখে গেছে।  

রজব আলী নামের এক স্থানীয় ব্যক্তি জানান, দুপুরের পর থেকেই তাকে ছোটখালিমপুর রাস্তার পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। কেউ তাকে চিনতে পারেননি। স্থানীয়ভাবে পরিচয় না মেলায় সন্ধ্যায় জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রফিকুল আহসান বলেন, তার অবস্থা দেখে যা মনে হয়েছে দীর্ঘদিন তাকে পুষ্টিকর খাবার তো দূরের কথা স্বাভাবিক খাবার পর্যন্ত দেওয়া হয়নি। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। তার চিকিৎসাই এখন সবচেয়ে জরুরি। তার শরীর হাড্ডিসার। কি ধরনের অসুখ আছে তা জানতে পরীক্ষা চলছে।  

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি খুবই মানবিক। দুপুর থেকে এরকম একজন মৃতপ্রায় মানুষ সেখানে পড়ে ছিল কিন্তু দায়িত্বশীল কেউ এগিয়ে আসেনি। আমরা সন্ধ্যায় খবর পেয়ে তাকে উদ্ধার করি। এখর তার চিকিৎসা জরুরি। সেটাই করা হচ্ছে। পাশপাশি তার পরিচয় ও কীভাবে তিনি এখানে এলেন তা জানতে পুলিশ তদন্ত করছে।  

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।