ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈশ্বরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিক্ষোভ সমাবেশ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
ঈশ্বরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিক্ষোভ সমাবেশ

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সন্ধায় ঈশ্বরদীর রেলগেট আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ের সরকারী নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

ঈশ্বরদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামসুদ্দোহা পিপ্পুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী পরিষদের সহ-সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জামিল আকতার এলাহি, ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন আলম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম ফজলুর রহমান, সদস্য আবদুল্লাহ আল ওমর সুমার খান, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, সদস্য সচিব এ কে এম সাজেদুজ্জামান জিতু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ। এছাড়া সেখানে বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকাল নয়টায় ঈশ্বরদী শহরের রেলগেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।