ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ডিএনসিসি ভবনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
ডিএনসিসি ভবনে আগুন ফাইল ফটো

ঢাকা: রাজধানীর উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৭ টা ৮ মিনিটে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের গুলশান সেন্টার পয়েন্ট ভবনের ৮ম তলায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার রাজি আল ফারুক বাংলানিউজকে বলেন, রাজধানীর গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, ডিএনসিসির ৮ম তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রল রুম থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। সকাল আনুমানিক ৭ টা ১০-এর দিকে এ ঘটনা ঘটে। ৮-১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। সিলিংয়ের খুব সামান্য অংশে আগুন লেগে যাওয়ায় পুরো ফ্লোর ধোয়াচ্ছন্ন হয়ে আছে। ৮ম তলায় রিসিপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোয়া বাইরে বের করার কাজ চলছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের একটি টিম উপরে রয়েছে, তারা আগুনের সঠিক উৎস খুজে বের করতে চেষ্টা করে যাচ্ছে। এখন পর্যন্ত বিশেষ কোনো ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।