ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

বকেয়া পানির বিল আদায়ে সিসিকের অভিযান শুরু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
বকেয়া পানির বিল আদায়ে সিসিকের অভিযান শুরু 

সিলেট: অবৈধ পানির সংযোগ চিহ্নিতকরণ ও বকেয়া পানি বিল আদায়ে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

বুধবার (৩১ আগষ্ট) মহানগরের ১৮, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়।

 

বিশেষ এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ দেড় লাখ টাকা বকেয়া পানি বিল আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান। অভিযানকালে পানির বকেয়া বিল দেড় লাখ টাকা আদায় করা হয়। এছাড়া ২টি অবৈধ ডিপ টিউবওয়েল শনাক্ত করা হয়।

সিটি কর্পোরেশন অনুমোদন ছাড়া টিউবওয়েল স্থাপনা করায় তাদেরকে শর্ত সাপেক্ষে বিল ও অনুমোদন ফি জমা দিতে নির্দেশনা দেওয়া হয়।

পানির বকেয়া বিল আদায়, অবৈধ পানির সংযোগ, অনুমোদনহীন টিউবওয়েলের বিরুদ্ধে সিলেট সিটি কর্পোরেশনের এই অভিযান নিয়মিত পারিচালিত হবে। বকেয়া বিলের কারণে কারো পানির সংযোগ বিচ্ছিন্ন করা হলে পুনরায় সংযোগ পেতে হলে যাবতীয় বকেয়া বিলসহ ২৫ থেকে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

অভিযানে উপস্থিত ছিলেন সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহানসহ সিসিকের সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারিরা।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এনইউ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।