ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইরাকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
ইরাকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান

ঢাকা: ইরাকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে বাগদাদের বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৩০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

প্রভাবশালী ইরাকি শিয়া নেতা মোকতাদা আল-সদরের রাজনীতি ছাড়ার ঘোষণায় দেশটির রাজধানী বাগদাদে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে ২০ জন নিহত হয়েছেন। সরকারি ভবনগুলোতে চড়াও হয়েছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ ঘোষণা করা হয়েছে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশিদের নিরাপদে অবস্থানের অনুরোধ জানিয়েছে দূতাবাস।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
টিআর/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।