ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাগর উত্তাল: বন্দরে পণ্য খালাস বন্ধ

স্টাফ করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জুন ২৫, ২০১০

চট্টগ্রাম: সাগর উত্তাল থাকায় আজ শুক্রবার বেলা দেড়টা থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। তবে বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস স্বাভাবিক আছে।



আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে।

বাংলাদেশ ওয়াটার টান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, দুপুর দেড়টায় সাগরে জোয়ার আসার পর ৩৫টি লাইটারেজ (ছোট) জাহাজকে পণ্য খালাস করার অনুমতি দেওয়া হয়। কিন্তু সাগর উত্তাল থাকায় জাহাজগুলো সেখানে যেতে পারেনি।

এ কারণে বহির্নোঙ্গরে ৪০টি বড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে যায়।

এছাড়া আবহাওয়া খারাপ থাকায় সারাদেশের প্রায় আটশ’ লাইটারেজ জাহাজ চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজগুলোকে উপকুলের কাছে নিরাপদ স্থানে থাকতে বলা হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ মো. ফরহাদ উদ্দিন জানান, বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস স্বাভাবিক আছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ২৫, ২০১০
আরডি/বিকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।