ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২ দিন পর চালু হলো ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি কনকচাঁপা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
২ দিন পর চালু হলো ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি কনকচাঁপা

ভোলা: যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ার দু’দিন পর ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি কনকচাঁপা সচল হয়েছে।

রোববার (২৮ আগস্ট) বিকেলে ফেরিটি চালু হয়।

বর্তমানে এ রুটে চারটি ফেরি চলাচল করছে। তবে গত দু’দিনে ফেরির ট্রিপ কমে যাওয়ায় ঘাটে কিছুটা যানজট রয়েছে।
 
চার ফেরি দিয়ে এ জট কমানোর চেষ্টা করছে ফেরি কর্তৃপক্ষ।  

এর আগে, গত ২৬ আগস্ট রাত থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কনকচাঁপা নামের ফেরিটি বিকল হয়ে যায়। এরপর তিন ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছিল। এতে ফেরির ট্রিপ কমে যাওয়ায় সৃষ্টি হয় যানজট। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফেরির দেখা পাচ্ছিলেন না যাত্রী ও চালক-শ্রমিকরা।  

এ ব্যাপারে ইলিশা ফেরিঘাটের ম্যানেজার (বিআইডব্লিটিসি) পারভেজ খান জানান, একটি ফেরিতে ত্রুটি দেখা দিয়েছিল, সেটি মেরামতে করা হয়েছে, দুপুরের পর থেকে চারটি ফেরিই চলাচল করছে।  

প্রসঙ্গত, ভোলা-লক্ষীপুর রুটে কনকচাঁপা, কৃষাণি, কুসুমকলি ও কদম নামে চারটি ফেরি চলাচল করছে। ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের সহজ মাধ্যম এটি। প্রতিদিন এ রুট দিয়ে অসংখ্য পণ্যবাহী যানবাহন ছাড়াও বিভিন্ন গণপরিবহন পার হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।