ঢাকা, বুধবার, ৩১ চৈত্র ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু যুবদল নেতা জাবিদ রায়হান লাকি। ফাইল ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামি যুবদল নেতা জাবিদ রায়হান লাকি (৪৫) মারা গেছেন।  

শনিবার (২৭ আগস্ট) ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কারারক্ষী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাভিদ রায়হান লাকী কলারোয়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক।  

পারিবারিক সুত্রে জানা যায়, সাতক্ষীরার কারাগারে তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি কারাগারে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা কারারক্ষী পুলিশের হেফাজতে তাকে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই একই মামলার বিস্ফোরক পার্টে সাক্ষ্যগ্রহণ শুরু হলে তাকে খুলনা থেকে সাতক্ষীরা আদালতে হাজিরা দিতে আনা হয়। হাজিরা শেষে তাকে আবারও সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়।

সামেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আল আহমেদ আল মাসুদ জানান, জাভিদ রায়হান লাকী ডায়াবেটিস, ফুসফুসের ইনফেকশনসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়:  ১১৪৫ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।