ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে গাড়ি উল্টে অগ্নিকাণ্ডে দগ্ধ চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
ময়মনসিংহে গাড়ি উল্টে অগ্নিকাণ্ডে দগ্ধ চালকের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জে চলন্ত গাড়ি উল্টে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত চালক শাহজাহান মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিন সন্ধ্যা ৬টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

শাহজাহান ময়মনসিংহ সদর উপজেলার রশিদপুর এলাকার শহীদ মিয়ার ছেলে।

ওসি শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, বুধবার (২৪ আগস্ট) সকালে চালক শাহজাহান মিয়া সড়কের নির্মাণ কাজের বিটুমিন নিয়ে তারাকান্দা উপজেলার গাছতলায় যাচ্ছিলেন। পথে শম্ভুগঞ্জ মোড়ে পৌঁছালে গাড়ির চাকা ব্লাস্ট হয়ে গাড়িটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। এতে চালক শাজাহান গাড়ি থেকে লাফিয়ে পড়েন এবং অগ্নিদগ্ধ হন।

তিনি আরও জানান, খবর পেয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। এ সময় স্থানীয়রা আহত শাহজাহানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।