ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামেকে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
রামেকে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম আলিফ প্রমানিক (৯২)। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম এলাকার বাসিন্দা। পাঁচ দিন আগে তিনি হাসপাতালের ৩০ নম্বর (করোনা ওয়ার্ড) ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

শামীম ইয়াজদানী বলেন, করোনা ইউনিটে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত মোট তিনজন রোগী ভর্তি ছিলেন। তিন জনই করোনা সন্দেহভাজন রোগী।

এছাড়া রামেকর আরটিপিসিআর ল্যাবে সন্দেহভাজন ২৭ জনের নমুনা পরীক্ষা হয়। এতে চার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৮১ শতাংশে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।