ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধোবাউড়ায় আগুনে পুড়ে ছাই ৮ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
ধোবাউড়ায় আগুনে পুড়ে ছাই ৮ দোকান

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার ধোবাউড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি দোকান।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত পৌনে দুইটার দিকে ধোবাউড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাজারের একটি তুলার দোকানে আগুন লেগেছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিল্লাল হোসেন আরও বলেন, ধারণা করা হচ্ছে, তুলার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় সামিয়া ফ্যাশন, সুনিল পার্থের ইলেকট্রনিক্স দোকান, শুকনা মাছের আড়ত ও তুলার দোকানসহ মোট আটটি দোকান।

পুড়ে যাওয়া ৮ দোকানের মালিক ৬০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করলেও এখনো তা নিশ্চিত নয়। আরও তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।