ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে বিয়ের প্রলোভনে গার্মেন্টসকর্মীকে ধর্ষণ, মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
আড়াইহাজারে বিয়ের প্রলোভনে গার্মেন্টসকর্মীকে ধর্ষণ, মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) রাতে ধর্ষিতা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি করা হয় টেটিয়া উলুকান্দা গ্রামের আজিজের ছেলে রহমত উল্লাহকে (২০)

মামলা সুত্রে জানা গেছে, আড়াইহাজার থানার টেটিয়া উলুকান্দা গ্রামের রহমত উল্লাহর সঙ্গে রূপগঞ্জ উপজেলার একটি পোশাক কারখানায় কাজ করার সুবাধে গার্মেন্টসকর্মী ১৭ বছর বয়সী ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে দীর্ঘদিন মোবাইলফোনের মাধ্যমে কথা বলতেন তারা। এক পার্যায়ে বিয়ে করার আশ্বাস দিয়ে আসামির বাড়ির পাশে মোতালেবের টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করেন রহমত। পরপর কয়েকবার একই জায়গায় নিয়ে ধর্ষণ করে। সর্বশেষ গত ১৪ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই জায়গায় ধর্ষণের পর আসামি যোগাযোগ বন্ধ করে দেয়। বাধ্য হয়ে গার্মেন্টেকর্মী থানায় মামলা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, মামলা নেওয়া হয়েছে। আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।