ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় কিশোর হত্যার ঘটনায় ৩০ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
কুমিল্লায় কিশোর হত্যার ঘটনায় ৩০ জনের নামে মামলা

কুমিল্লা: কুমিল্লায় রবিউল হাসান শাহাদাত নামে এক  কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।  

শনিবার (২০ আগস্ট) রাত ১০টায় কোতোয়ালি মডেল থানায় নিহত শাহাদাতের মা শাহানার বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।  

তিনি জানান, ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন শাহাদাতের মা। ঘটনার তদন্ত করা হচ্ছে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২১ আগস্ট) তাদের আদালতে হাজির করা হবে।
 
শুক্রবার (১৯ আগস্ট) ছুটির দিন বিকেল ৫টায় কুমিল্লার নগর উদ্যান সংলগ্ন কাস্টমস অফিস ও আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুলের সামনে কয়েকশ মানুষের সামনে শাহাদাতকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িতরা সবাই কিশোর। শাহাদাত নগরীর পুরাতন চৌধুরী পাড়ার বশু মিয়ার বাড়ির প্রাইভেটকার চালক মো. শাহ আলম ভূঁইয়ার ছেলে।  

** কুমিল্লায় সবার সামনেই কিশোরকে কুপিয়ে হত্যা

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।