ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাগরে নিখোঁজ ১১ জেলে ভারতে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
সাগরে নিখোঁজ ১১ জেলে ভারতে উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালী মহিপুর আলীপুর মৎস্য বন্দর মালিক সমিতির আয়তায় থাকা টলারডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের মধ্যে ১১ জনকে ভারতে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) দুপুরের বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

তিনি বলেন, ভারত থেকে আমাকে সাউথ সুন্দরবন ফিসারম্যান অ্যান্ড ফিস ওয়াকার্স ইউনিয়ন থেকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে।  সেই সঙ্গে তারা উদ্ধার জেলেদের ছবিও পাঠিয়েছেন। তাদের মধ্যে একজনের বাড়ি ভোলার চরফ্যাসনে। আর বাকিরা কলাপাড়া মহিপুর আলীপুর এলাকার বাসিন্দা।

আনসার মোল্লা আরও বলেন, এখনও আমাদের সাতটি টলার নিখোঁজ আছে। বিকেলে হয়ত তাদের সঙ্গে যোগাযোগ হতে পারে। এছাড়া ডুবে যাওয়া ট্রলারের আরও ৩০ জেলে উদ্ধারের বিষয়ে ভারত মৎস ইউনিয়নের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।