ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে আড়াই ঘণ্টার আগুনে ক্ষতি ১৫ কোটি টাকা!

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
কেরানীগঞ্জে আড়াই ঘণ্টার আগুনে ক্ষতি ১৫ কোটি টাকা!

কেরানীগঞ্জ(ঢাকা): কেরানীগঞ্জের রোহিতপুরে অবস্থিত ঢাকা বিসিক শিল্পনগরীর প্রাইম প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফ্যাক্টরির মালিক মহসিন সরকার।

শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের পাঁচটি ইউনিট ও কেরানীগঞ্জ ফায়ারসার্ভিসের একটিসহ মোট ৬টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফ্যাক্টরির মালিক মহসিন সরকার জানান, যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটি টাকার মেশিনারি ও ৫ কোটি টাকার কাঁচামালসহ প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া দোতালা বিল্ডিংয়েরও ব্যাপক ক্ষতি হয়েছে।

ফায়ারসার্ভিস হেডকোয়ার্টার জোন-৫ এর উপসহকারী পরিচালক হাজিজুর রহমান জানান, তারা রাত ১১ টা ৩৫ মিনিটে খবর পেয়ে ১১ টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আড়াই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সময় মত ঘটনাস্থলে পৌঁছাতে পাড়ায় ক্ষতির পরিমাণ কমানো গেছে। অন্যথায় পাশের ফ্যাক্টরিগুলোতেও আগুন ছড়িয়ে পড়তো ।

প্রাথমিক ভাবে জানা গেছে, মেশিনারি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: বিসিক শিল্পনগরীর ফ্যাক্টরিতে আগুন

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।