ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গোপসাগরে বাড়ছে ট্রলারডুবি, নিখোঁজ অসংখ্য জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
বঙ্গোপসাগরে বাড়ছে ট্রলারডুবি, নিখোঁজ অসংখ্য জেলে

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন উপকূলীয় বঙ্গোপসাগরে এ পর্যন্ত অন্তত ৭০ জেলেসহ সাতটি ট্রলারডুবির খবর পাওয়া গেছে। এতে ১৬ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

এছাড়াও প্রায় ২৫টি ট্রলারের সঙ্গে বর্তমানে যোগাযোগ বিছিন্ন রয়েছে। দ্রুত তাদের উদ্ধার করতে না পারলে নিখোঁজ জেলের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে ট্রলারডুবির ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলারগুলো হলো এমবি মামনি-৩, এফবি সাইফুল, এফবি আল মামুন, এফবি কুলসুম ও এফবি রফিক মিঝি। এরমধ্যে এফবি রফিক মিঝির ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভোলার হাজারীগঞ্জে। বাকি চার ট্রলারে থাকা জেলেদের বাড়ি মহিপুরে।

এদিকে উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ ও ঝড়ের কবলে পরে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এসময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ৫৪ জেলে উদ্ধার হলেও নিখোঁজ হয় ১৬ জেলে। নিখোঁজ ১৪ জেলে এফবি কুলসুম ট্রলারে ছিল। আর এফবি রফিক মিঝি ট্রলার ডুবে যাওয়ার সময় ওই ট্রলারের মালিক রফিক মিঝি (৬০) নিখোঁজ হন।

নিজামপুর কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মণ্ডল জানান, সাগরে ট্রলারডুবির খবর পেয়েছি। আমাদের টহল টিম সাগরে রয়েছে। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এদিকে আকস্মিক ঝড়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুই জেলে ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মৌডুবি ইউনিয়ন সংলগ্ন রাবনাবাদ নদীতে এ ঘটনা ঘটে।  

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম মজুমদার বলেন, ডুবে যাওয়া দুই জেলে ট্রলার এবং মাঝিমাল্লা উদ্ধার হয়েছে। এছাড়াও ৯ আগস্ট সাগরে ট্রলার ডুবিতে দুই জেলে নিখোঁজ রয়েছে এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৭ জেলে উদ্ধার

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।