ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে রেস্টুরেন্টসহ দুই ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিামানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
বরিশালে রেস্টুরেন্টসহ দুই ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিামানা

বরিশাল: বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রেস্টুরেন্টসহ দুটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাকী দাসের নেৃতত্বে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, অভিযানে নগরের বাজার রোড এলাকার একটি প্রতিষ্ঠানে পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদের সময়সীমা, পরিমাণ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ইত্যাদি না থাকার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নগরের ফলপট্টি এলাকার ‘আকাশ হোটেলে’ নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ, রান্না করা খাবার খোলা রাখাসহ অপরিচ্ছন্নভাবে ফ্রিজিং করা খাবারের অব্যবস্থাপনার দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়।  

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে বাজার মনিটরিং কর্মকর্তা মাহবুবুর রহমান এবং আইন-শৃংখলা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহায়তা দেন।  

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।