ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

কালাঘাটায় শ্রী অদ্বৈতধাম’র ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
কালাঘাটায় শ্রী অদ্বৈতধাম’র ভিত্তিপ্রস্তর স্থাপন

বান্দরবান: বান্দরবানের কালাঘাটার ব্রিকফিল্ড এলাকায় অদ্বৈতধাম’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রামের তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালের দিকে শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অদ্বৈতধাম’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

এ সময় তিনি অদ্বৈতধাম’র জমির বিভিন্ন দিকপরিদর্শন করেন এবং পরিচালনা কমিটির কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে শ্রী অদ্বৈতধাম বান্দরবানের পরিচালনা কমিটির উপদেষ্টা উদয় রঞ্জন ধর, ভগিরত দে, সভাপতি রতন চৌধুরী, সহ-সভাপতি প্রিয়েল পালিত, সাধারণ সম্পাদক সুমন পাল, সহ-সাধারণ সম্পাদক শুভময় দাশ, সাংগঠনিক সম্পাদক সুজিত দাশ, অর্থ সম্পাদক রুপন মহাজনসহ শ্রী অদ্বৈতধাম বান্দরবানের পরিচালনা কমিটির অন্যান্য সদস্য এবং সনাতনী সম্প্রদায়ের ভক্তরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।