ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
লালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ফাইল ছবি

নাটোর: নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে মো. রাশেদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার আজিমনগর-ঈশ্বরদীর মাঝখানে মানিকঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে, তা কেউ বলতে পারেনি। রাশিদুল ইসলাম কুষ্টিয়া জেলার সদর উপজেলার হাটসহরিপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে।

আজিমনগর স্টেশন মাস্টার মো. মাসুম আলী খান বাংলানিউজকে জানান, সকালে স্থানীয় লোকজন হাঁটতে গিয়ে মানিকঘাট এলাকায় ট্রেনে কাটা পড়া যুবকের মরদেহ দেখতে পান। পরে তার পকেটে থাকা জন্ম নিবন্ধন কার্ড দেখে পরিচয় শনাক্ত করেন তারা। তবে কখন, কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে, তা কেউ বলতে পারছে না। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।