ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ১৬ স্বর্ণের বারসহ আটক ১

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
বেনাপোলে ১৬ স্বর্ণের বারসহ আটক ১

যশোর: যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে এক কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ জনি (৪০) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান (পিএসসি) বলেন, বুধবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জনিকে আটক করা হয়। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৬ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৮৪৬ গ্রাম। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা। স্বর্ণসহ আটক জনিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এ নিয়ে খুলনা ২১ বিজিবি গত ছয় মাসে সাড়ে ৮ কেজি সোনা জব্দ করেছে। এ সময় ৫ জন আসামিকে আটক করে তারা। আটককৃত সোনার মূল্য ছিল প্রায় ৬ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।