ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশি ১১ জেলে ভারতের কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
বাংলাদেশি ১১ জেলে ভারতের কারাগারে

পাথরঘাটা (বরগুনা): গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে দেশের জলসীমা অতিক্রম করায় এফবি ফাতেমা নামে এক ট্রলারসহ ১১ জেলেকে আটক করেছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

এর আগে সোমবার (১৫ আগস্ট) ভারতের চব্বিশ পরগনা এলাকার ছোট মোল্লাখালী কোষ্টাল এলাকা থেকে ট্রলারসহ আটক ১১ জেলেকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করেন সেখানের স্থানীয় জেলেরা।

আটক জেলেরা হলেন- মো. আলী হোসেন, মো. সামছুল হক, আব্দুল জলিল মিয়া, মো. নবী হোসেন লিচ, মো. খলিল মীর, ফারুক মীর, মো. মুছা, মো. রুবেল, মো. রুস্তম, মো.হারুন ও হাফিজুর রহমান। ট্রলার মালিক ও জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (১১ আগস্ট) এফবি ফাতেমা ট্রলারটি নিয়ে ১১ জেলে সাগরে মাছ ধরাতে যান। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন চরদুয়ানী ইউনিয়নের সামছুল হক। এর দুই দিন পর গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর পর তারা ভাসতে ভাসতে বাংলাদেশি জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে। পরে স্থানীয় জেলেরা তাদের আটক করে সোমবার পুলিশের কাছে হস্তান্তর করেন।

আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি আদালতে মাধ্যমে আটকদের কারাগারে পাঠানোর কথা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে জেলেদের বাড়িতে খবর পৌঁছালে স্বজনদের মধ্যে শুরু হয় আহাজারি।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।