ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকায় ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস পালিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
ঢাকায় ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস পালিত

ঢাকা: ঢাকার ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়।

এই বছরের স্বাধীনতা দিবস উদযাপন ভারতের স্বাধীনতার ৭৫তম বছরকে চিহ্নিত করে এবং আজাদি কা অমৃত মহোৎসবের উদযাপনের অংশ হিসাবে এই আয়োজন অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়েছে।

 ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি ভারতের রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে ভাষণের কিছু অংশ পড়ে শোনান।

আইজিসিসি শিক্ষকদের নেতৃত্বে ভারতীয় সম্প্রদায়ের একদল সদস্য জাতীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন।  
অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকতা ছাড়াও বাংলাদেশে অবস্থান করা অনেক ভারতীয় অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।