ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহাসড়কে যাত্রী নামানোর সময় ৩ বাসের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
মহাসড়কে যাত্রী নামানোর সময় ৩ বাসের সংঘর্ষে নিহত ২

ঢাকা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার উমপাড়া বটতলা বাস স্ট্যান্ড এলাকায় ঢাকাগামী মোল্লা, সাকুরা ও শরিয়তপুর পরিবহনের বাসের সংঘর্ষে বাসের দুই যাত্রী নিহত ও তিন জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৪ আগস্ট) বিকেল ৩টার দিকে উমপাড়া বটতলা এলাকায় যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অপর একটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মাহফুজ রিবেন জানান, উমপাড়া বটতলা বাস সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন মৃত্যু হয়। এছাড়া আহত আরোহীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, গাড়ি তিনটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। রাস্তায় প্রায় তিন কি.মি. পর্যন্ত যানজট ছিল, কিছু সময় বাস চলাচল বন্ধ থাকলেও এখন বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।