ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিংড়ায় বাসচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
সিংড়ায় বাসচাপায় পথচারী নিহত

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় বাসের চাপায় (৫৫) এক পথচারী নিহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি।

রোববার (১৪ আগস্ট) দুপুর ২টার সময় উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের আজর দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) এএমএম মাসুদ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরের দিকে অজ্ঞাতপরিচয় ওই পথচারী নাটোর-বগুড়া মহাসড়কের আজর দরগা এলাকায় হেঁটে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মুখমণ্ডল থেতলে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে আশপাশের লোকজন ও স্থানীয় রামানন্দ খাজুরা ইউপি চেয়ারম্যানকে পরিচয় শনাক্তে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।