ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

মেঘনায় পাথর বোঝাই বাল্কহেড ডুবি, ৪ ক্রু জীবিত উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, আগস্ট ১৪, ২০২২
মেঘনায় পাথর বোঝাই বাল্কহেড ডুবি, ৪ ক্রু জীবিত উদ্ধার

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনায় ৩২০ টন পাথর বোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এ সময় বাল্কহেডে চার জন আরোহী (ক্রু) ছিল, তাদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

এর আগে রোববার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বাংলানিউজকে মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, ৩২০ টন পাথর নিয়ে সুনামগঞ্জ থেকে ভোলার উদ্দেশ্যে এমবি রায়হান-১১ নামক বাল্কহেডটি যাচ্ছিল। পথে বৈরী আবহাওয়ার কারণে উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় চার জন ক্রুসহ বাল্কহেডটি ডুবে যায়।

খবর পেয়ে  বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন কালীঞ্জের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ঘটনাস্থল থেকে ডুবে যাওয়া বাল্কহেডের চার জন ক্রুকে জীবিত উদ্ধার করে।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুননবী জানান, বৈরী আবহাওয়ার কারণে মেঘনা উত্তাল রয়েছে। বাল্কহেডটি উত্তাল মেঘনায় কাত হয়ে ডুবে যায়। যদিও বর্তমানে বাল্কহেডটির নিচের অংশ পানির ওপর থেকে দেখা যাচ্ছে। বাল্কহেডটির ক্রু-দের কোস্টগার্ড উদ্ধার করেছে, কেউ নিখোঁজ নেই। উল্টোভাবে থাকা বাল্কহেডটি শনাক্ত করা গেলেও উদ্ধার কাজে সময় লাগবে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।